ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরাজের মা হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আবুল কাসেম ও হেলিম মাস্টারের মৃত্যুদন্ডের রায় পুনরায় বিবেচনা এবং মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে হারুয়া বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৩ নভেম্বর সকালে উপজেলার বড়জোড়া গ্রামে পুকুরের জমি নিয়ে বিরোধের জের ধরে মরাজের মাকে কুপিয়ে ও বেধরক পিটিয়ে হত্যা করে দন্ডপ্রাপ্ত আসামি আবুল কাসেম ও হেলিমসহ একাধিক লোকজন। পরে একই দিন বিকেলে নিহতের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে ৩৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২৯ জনের নামে চার্জশিট দেয় পুলিশ।

দীর্ঘদিন শুনানীর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত গত ১৭ এপ্রিল দুপুরে ময়মনসিংহ স্পেশাল জজ আদালতের বিচারক এহসানুল হক আবুল কাশেম ভূইয়া, হেলিম মাস্টারকে মৃত্যুদন্ড ও মোঃ খোকন মিয়া, আঃ আজিজকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। একই সাথে ৩ হাজার ও ৩০ হাজার করে অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

(এন/এসপি/এপ্রিল ২৫, ২০১৯)