স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়ে সরকারের কোনো চাপ নেই। আমরা কেন চাপ দিতে যাব। যারা শপথ নিয়েছেন তারা স্বেচ্ছায় নিয়েছেন। এ নিয়ে সরকারের কোনো চাপ নেই।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্রুনাই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা তাদের নির্বাচিত করেছেন তারাই (জনগণ) শপথ নিতে চাপ দিচ্ছেন। তাদেরই লোক বলছেন, সংসদে গিয়ে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কথা বলতে।

খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্যারোল নিতে হলে আবেদন করতে হয়। এ বিষয়ে তারা তো কোনো আবেদন করেনি, তাই আমাদের বলার কিছু নেই।

তিনি বলেন, বেগম জিয়া কারাভোগ করছে দুর্নীতির কারণে। আমরা তার বিরুদ্ধে কোনো মামলা দেইনি। তত্ত্বাবধায়ক সরকারের দেয়া মামলায় আদালত সাজা দিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। অন্য কোনো রাজনৈতিক দল তাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে কেন? তারা এখনো নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। তবে তাদের মধ্যে এক নেতার সিদ্ধান্ত অন্য নেতা মেনে নিতে পারে না। বিষয়টিও আমরাও লক্ষ্য করছি।

(ওএস/এসপি/এপ্রিল ২৬, ২০১৯)