বাগেরহাট প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জাতীয় বাগেরহাট জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে জজ কোর্টের (আদালত) সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে বাগেরহাট জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সভাপতি জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ফিতা কেটে, কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

(এসএকে/এসপি/এপ্রিল ২৮, ২০১৯)