কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিলা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে তিন বখাটে এসিড নিক্ষেপ করে ঝলসে  দেয়ার ও দোষীদের গ্রেফারের দাবিতে আজ উপজেলা আড়াল  জিএল স্বুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা মানব বন্ধানববন্ধন কর্মসুচি পালন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আড়াল বাজারের আশপাশ প্রদক্ষিন করে স্কুলে গিয়ে শেষ হয়। ঘন্টা ব্যাপী মানব বন্ধনে স্কুল এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।

উল্লেখ থাকে গত শনিবার শিলা সকালে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তরগাঁও মেডিকেল মোড় থেকে সিএনজিতে ওঠার সময় একই গ্রামের আলম বেপারির ছেলে সাগর (১৮) ও হৃদয় (১৭) এবং কাজলের ছেলে ফাহিম (১৯) নামে তিন বখাটে শিলার শরীরে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসময় শিলার ডান ও বাম হাত ঝলসে যায়। পথচারীরা শিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শিলা উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে। সে আড়াল জিএল স্বুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষর্থী।

(এসকেডি/এসপি/এপ্রিল ২৮, ২০১৯)