মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও রত্মপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে সাগর রবিবার কোল্ড ড্রিংকস খেয়ে অসুস্থ হয়ে মদন হাসপাতালে  ভর্তি হয়েছে। 

সে রবিবার ক্লাস পরীক্ষা শেষে স্কুলের পাশের মনোহরী দোকান থেকে ক্লেমন কোল্ড ড্রিংকস কিনে বাড়িতে চলে যায়। এটি পান করার পর তার গলা ও বুখে জ্বালা পুড়া শুরু হয়। পরিবারের লোকজন দ্রুত মদন হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু তাদের আর্থিক সমস্যা থাকায় মদন হাসপাতালেই চিকিৎসা নিতে হচ্ছে।

মদন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্বাস উদ্দিন জানান, কোল্ড ড্রিংকস খেয়ে সাগর নামের এক ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে আসে। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করি। কিন্তু তাদের আর্থিক অসংহতি থাকায় মদন হাসপাতালেই ভর্তি রয়েছে।

(এএমএ/এসপি/এপ্রিল ২৮, ২০১৯)