জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী কামাক্ষা মাতার বাৎসরিক বড় পূজা বৈশাখ মাসের শেষ শনিবার আগামী ১১ মে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে কামাক্ষা মাতার মন্দির চত্বরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শ্রী শ্রী কামাক্ষা মাতার বাৎসরিক বড় পূজা সুন্দর ও সুষ্ঠ ভাবে উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন সিদান্ত ও উপ কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির আহবায়ক মদন মোহন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু, শ্রী শ্রী কামাক্ষা মাতা মন্দিরের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সমীর সরকার লিটনসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্ধ বাৎসরিক বড় পূজা সুন্দর করার জন্য সনাতন ধর্মালম্বী ব্যক্তিদের আমন্ত্রণ ও সহযোগিতা কামনা করেন।

(জেসিজি/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)