মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে রবিবার রাত ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু,পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে । আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

পুলিশ, আহত ও এলাকাবাসি জানায়, সদর উপজেলার মস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নুর আলম শেখ ও বাবুল চোকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাত আটটার দিকে দুই বাড়ির কিশোরদের মধ্যে লুড্ডু খেলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত নয়টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ।

এ সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। আহত নুর আলম শেখ (২৫), শাহীনুর বেগম (৩৮), মান্নান শেখ (৬০), নুর জামাল শেখ (৩৫), শাহীন চোকদার (৪০) ও বাবুল চোকদারকে (৫০) মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় নুর আলম শেখ ও নুর জামাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মোঃ কামরুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় মামলা করতে আসেনি। যদি কোন পক্ষ মামলা দায়ের করে তা হলে আইনগত ব্যবস্থা নিব।


(এএসএ/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে রবিবার রাত ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু,পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে । আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।