দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে স্থানীয় পর্যায়ে  টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুুুুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস'র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ প্রধান অতিথি ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড) মো: আল ইমরান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী, ওসি তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ লতিফ মিয়া, প্রেসক্লাব, দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: জাফর উল্লাহ প্রমুখ।

কর্মশালার দ্বিতীয় অধিবেশনে গ্রুপ ওয়ার্ক প্লান, উপস্থাপন ও পর্যালোচনার মধ্যে দিয়ে কর্মশালা শেষ হয়।

(এস/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)