ঠাকুরগাঁও প্রতিনিধি : সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির উপ-পরিচালক ড. মো: আরিজুল ইসলাম খান।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালা চলে বিকাল চারটা পর্যন্ত। কর্মশালায় বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রায় স্থানীয় পর্যায়ে সমস্ত বাঁধা উপেক্ষা করে টেকসই উন্নয়ন ও তা বাস্তবায়ন করতে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হয়।

(এফআইআর/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)