ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : গত কয়েকদিনের তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের কারনে ঈশ্বরদীতে হাসপাতালে নানা রোগে আক্রান্ত হওয়া শিশু ও বয়স্ক রোগীদের ঢল নেমেছে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত ডাক্তার, নার্স ও আয়ারা।

বিশেষ করে ডায়ারিয়া, আমাশয় ও পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেশি। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, শিশুদের নিরাপদে রাখার, বিশুদ্ধ টাটকা, বেশি বেশি পানি ও তরল খাবার খাওয়ানোর। সোমবার ঈশ্বরদী হাসপাতালের আউট ডোরে ছিল রোগীর দীর্ঘ লাইন।

গত কয়েকদিন ধরে চলছে তীব্র ভ্যাপসা গরম। হঠাৎ তাপমাত্রা বেড়ে গেছে। রবিবার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রী ছিল। সোমবার এই তাপমাত্রা আরো বেড়ে ৩৮.৯ ডিগ্রীতে উঠেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসমা খান বলেন, প্রতিদিনই বাড়ছে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা। রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে।

পরিবার পরিকল্পনার শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল বাতেন বলেন, কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমে শিশু রোগীর চাপ বেড়েছে দ্বিগুন। গরমে শিশুদের সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা, নিরাপদে রাখা এবং তরল খাবারসহ বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)