খুলনা প্রতিনিধি : খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের অর্ধদিবস রাজপথ-রেলপথ অবরোধ শুরু হয়েছে।

ফুলবাড়িগেট মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন বন্ধ সোনালী, এ্যাজাক্স জুট মিল চালু ও বকেয়া বেতনের দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ করেছেন শ্রমিকরা।

শনিবার সকাল ৯টা থেকে নগরীর ফুলবাড়িগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, আমরা মিছিল নিয়ে রাজপথ অবরোধ করেছি।

অবরোধকারী শ্রমিকরা বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর মালিক পক্ষ সিবিএ নেতাদের ঢাকায় ডেকে নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখেননি। আমরা মালিক ও সিবিএ নেতাদের কথা অনুযায়ী, আন্দোলন সংগ্রাম স্থগিত করেছিলাম। কিন্তু মালিক পক্ষ কথা না রাখায় ফের আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।

তারা আরও বলেন, শান্তিপূর্ণ অবরোধে যদি প্রশাসন কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করে তবে, রুটি-রুজির জন্য লাগাতার অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হবো।

এদিকে, ঈদের আগে এ অবরোধের কারণে যানজটের কবলে পড়ে ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

(ওএস/এইচআর/জুলাই ২৬, ২০১৪)