কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : যথাযোগ্য মর্জাদায় গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা ও ভুড়ি ভোজের আয়োজন করা হয়।

সকালে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন তাদের নিজস্ব কার্যালয় থেকে একটি বিরাট র‌্যালী স্থানীয় নেতাকর্মীদের সম্বনয়ে বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করেন দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন, মনির হোসেন মনু, আইন উদ্দিন, এম এ জামান,সামুল হক সামসু, মানিক, আরব আলী, বকুল।

এদিকে গাজীপুর আন্ত:জেলা শ্রমিক ইউনিয়ন মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করেন। শ্রমিক নেতা আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেপ রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইসচেয়ারম্যান রওশন আরা সরকার, শ্রমিক নেতা এম এ কাদির ফকির, শ্রমিক নেতা মে . জালাল উদ্দিন ভান্ডারী, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলায়ত হোসেন নেতা মো. আলতাফ হোসেন, মোজাম্মেল হক মিলন,মজনু মিয়া, মজিবুর রহমান প্রমুখ।

(এসকেডি/এসপি/মে ০১, ২০১৯)