আমরা শ্রমিক

আমরা শ্রমিক আমরা মজুর
করি পরের কাম,
বাঁচার আশায় খেটে-খেটে
ঝরায় গায়ের ঘাম।

সকাল থেকে কাজ শুরু হয়
সন্ধ্যা হলে শেষ,
নেই ফুরসৎ একটু খানি
হয়না নেওয়া রেষ !

সন্ধ্যা হলে ঘরে ফিরে
শান্তনা পাই মনে,
ক্ষুধায় কাতর অবুঝ শিশু
কাঁদে ঘরের কোনে।

রোদ বৃষ্টি ঝড়ের মাঝে
করি পরের কাম,
বাাঁচার আশায় খেটে চলি
পাইনে মোটেও দাম !