স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রেস সচিব হিসেবে জয়নাল আবেদীনকে পুনঃনিয়োগ প্রদান করা হয়েছে। এর আগে তিনি রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মাত্র ২২ দিনের দায়িত্ব পালন শেষে পূর্বের জায়গায় ফিরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমা নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিব (গ্রেড-১) এ প্রেষণে নিয়োগ প্রদান করা হল।

জয়নাল আবেদীন গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির প্রেস সচিব থেকে প্রধান তথ্য কর্মকর্তা হয়ে সচিবালয়ে ফিরে আসেন।

এর আগে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জয়নাল আবেদীন। সেখান থেকে ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সংসদে প্রধান গণসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

(ওএস/এসপি/মে ০১, ২০১৯)