গাইবান্ধা প্রতিনিধ : ঘূর্ণিঝড় 'ফণি' মোকাবেলায় গাইবান্ধা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। আজ বুধবার (১ মে) জেলার ইউএনও, এ্যাসিল্যান্ডসহ বিভিন্ন কর্মকর্তারা প্রচারণায় অংশ নিয়েছেন। প্রশাসণের স্ব-স্ব দপ্তরের ফেসবুক আইডিতে 'ফণি' মোকাবেলায় স্ট্যাটাস পোষ্ট দিয়েছেন। এছাড়াও বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছেন তারা।

প্রশাসন জনসাধারনের উদ্দেশ্যে জানিয়েছেন, ঘূর্ণিঝড় 'ফণি' রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ঘূর্ণিঝড় মোকাবেলায় পলাশবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক 'নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নং ০১৭২৭২৩৭৪২৪, ০১৭১৩৬৪৯৮৭৩। মহিলা, শিশু, বয়স্কদের নিরাপদ আশ্রয় রাখতে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কাম্য।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সবার সচেতনতা দরকার। দুর্যোগ মোকাবেলার কৌশল জানা থাকলে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানির আশঙ্কা কম থাকে বলে জানিয়েছেন।

(এসআইআর/এসপি/মে ০২, ২০১৯)