বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের সোনালী মসজিদ সড়কে ভয়াবহ আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগুন নেভাতে গিয়ে ফারুক লুকদার, সবুজ তালুকদার ও সাইফুল ইসলাম জীবন নামের তিন জন আহত হয়েছেন। তাদেরতে রাতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর অসুস্থ ফারুক তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল, মো. বাদল তালুকদারের মের্সাস তালুকদার হার্ডওয়ার, শাহজাহান গাজী অনুকুল মেডিকেল হল, অধাপক আকন আলমগীরের ইসলামিয়া লাইব্রেরী, রিয়াজ আহমেদের নূর লাইব্রেরী, মো. রুবেল হোসেনের মের্সাস রুবেল টেলিকম এবং মো. নয়ন হোসেনের নয়ন সু-স্টোর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের মালামাল, ঘর ও আসবাবপত্র মিলে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এসময় বাজারের বাসিন্দারা কলস, বালতি নিয়ে ছুঁটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় রাত দেড়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্যে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভষ্মিভ’ত হয়ে যায়।

ফায়ার সার্ভিসের শরণখোলা টিম লিডার মেশফাকুল আলম ও মোরেলগঞ্জের টিম লিডার সঞ্জয় দেবনাথ বলেন, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তাদের ১৫জন সদস্যসহ শত শত এলাকাবাসী আগুন নেভাতে সহায়তা করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাল বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

(এসএকে/এসপি/মে ০২, ২০১৯)