স্টাফ রিপোর্টার : আগামী ২২ এপ্রিল তিস্তাসহ অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ করবে বিএনপি।

বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেদিন সকাল ৮ টায় দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হবে এ লংমার্চ।

দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সব শ্রেণি পেশার সচেতন মানুষকে ঐতিহাসিক এই লংমার্চে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, ২৩ এপ্রিল সকাল ১১টায় তিস্তার ডালিয়া পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করা হবে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করবো সরকার তাদের চিরাচরিত অভ্যাসের মতো এ লংমার্চে বাধা দেবে না।

আগামীকাল (১৭ এপ্রিল) দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের তিন বছর পূর্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাদা পোশাকের বিশেষ বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া হয়নি। ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আগামীকাল ১৭ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে এক প্রতিবাদ সমাবেশের ঘোষণাও দেন তিনি।

(ওএস/এটি/ এপ্রিল ১৬, ২০১৪)