নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ফিরোজ মার্কেটে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর আয়োজনে নোয়াখালী ও লক্ষীপুর জেলায় ‘সফল’ প্রকল্পের মাধ্যমে উচ্চ ফলনশীল, স্বল্প মেয়াদি এবং উন্নত জাতের সয়াবিন চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার ফিরোজ মার্কেট সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই কৃষি ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তর নোয়াখালীর উপ পরিচালক কৃষিবিদ ড.মো আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীজ প্রযুক্তিবিদ মো শাহ জাহান আলী, বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো আব্দুল মালেক, বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মহি উদ্দিন, নোয়াখালী জেলার ট্রেনিং অফিসার ড. জালাল উদ্দিন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো তোফায়েল আহমেদ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো শহিদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষন রায় ও মো আতিকুজ্জামানসহ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

(এস/এসপি/মে ০২, ২০১৯)