নওগাঁ প্রতিনিধি : নওগাঁ অঞ্চলে প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে রোগীর উপচেপড়া ভিড়। নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন গ্রামে পানি বাহিত রোগ ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।

এ রোগে আক্রান্ত হয়ে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি হয়েছে অর্ধশত মানুষ। এতে উপজেলার নিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন বেশী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। গত দুদিনে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় অর্ধশত ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। অধিকাংশ রোগীর হাতে স্যালাইন পুশ করানো অবস্থা দেখা গেছে।

এ বিষয়ে মোবাইল ফোনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইবনে ইমামের কাছে জানতে চাইলে তিনি ডায়রিয়ায় আক্রান্তের কথা স্বীকার করেন। তবে কোন রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেনি বলে জানান। হঠাৎ করে অসহ্য গরমের কারনে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে তিনি জানান। কতৃপক্ষ এব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।

(বিএম/এসপি/মে ০২, ২০১৯)