সিরাজগঞ্জ প্রতিনিধি : শনিবার ভোর রাত পৌনে ৩ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চৌরিয়াশিকায় মহাসড়কে ডাকাতিকালে ডাকাতের সাথে ডিবি পুলিশের গুলি বিনিময় হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করা হয়েছে।

মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চালকদের মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেবার সময় টহলরত পুলিশের সাথে এ ঘটনা ঘটে। পুলিশ ধৃতদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র এবং গুলিসহ একটি দেশীয় পাইপগান, বেশ ক’টি মোবাইল সেট ও নগদ অর্থ উদ্ধার করেছে। ধৃত ডাকাতদ্বয় সলঙ্গা থানার চৌরিয়াশিকা গ্রামের আব্দুস সালামের পুত্র মোস্তাকিন (২৪) এবং একই গ্রামের আবু বকরের পুত্র সবুজ (১৯)। দু’পায়ে গুলিবিদ্ধ মোস্তাকিনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চালক ঈশ্বরদী থানার কালিয়াপুর গ্রামের মতিন শেখ এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গারাদহ গ্রামের মন্টু প্রামানিকের নিকট থেকে নগদ অর্থ ও মোবাইল সেট লুটে নেবার সময় টহলরত ডিবি পুলিশের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এসময় দু’জনকে আটক করা হলেও বাকীরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র, গুলিসহ একটি দেশীয় পাইপগান এবং দু’টি মোবাইল ও কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

(এসএস/এটিঅার/জুলাই ২৬, ২০১৪)