মংলা প্রতিনিধি : সুন্দরবনের ঘাগরামারী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) ষ্টাফ অফিসার (অপারেশন্স) এম, আলাউদ্দিন নয়ন জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঘাগরামারী এলাকায় বনদস্যু বকর বাহিনীর সশস্ত্র সদস্যরা জেলে অপরহণ, চাদাবাজি ও ডাকাতির প্রস্তুতিতে ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। ভোরে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকা ঘিরে ফেললে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বাহিনী প্রধান বকর সহ বেশ কয়েকজন দস্যু বনের গহীনে পালিয়ে যায়।

এ সময় পালানোর চেষ্টাকালে কোস্ট গার্ডের হাতে আটক হয় দস্যু আ: জলিল (২৮) ও এবাদত হোসেন (৩০)। তাদের কাছ থেকে ১ পিস্তল (দেশি তৈরি) ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক দস্যুদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর এলাকায় বলে জানায় কোস্ট গার্ড। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত দস্যুদের অস্ত্র-গুলিসহ শনিবার দুপুরেই মংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানায় কোস্ট গার্ড।


(এএইচএস/এটিঅার/জুলাই ২৬, ২০১৪)