মাগুরা প্রতিনিধি : ঘূর্নিঝড় ‘ফনী’র প্রভাবে আজ শুক্রবার দুপুর থেকে মাগুরা জেলার উপর দিয়ে মাঝে-মাঝে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা গেছে। দেখা গেছে দিন ভর আকাশ মেঘাচ্ছন্ন । ফনীর দূর্যোগ মোকাবেলার্থে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রলরুম খোলা হয়েছে। সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরী সভার আয়োজন করা হয়।

সভায় জেলা ও উপজেলায় কন্ট্রলরুম খুলে দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন জেলাপ্র শাসক মোঃ আলী আকবর। শুধু তাই নয় হাসপাতাল, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্সসহ পুলিশ প্রশাসনকেও এ দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান। সে লক্ষে জেলা প্রশাসনসহ প্রতি উপজেলায় ও দূর্যোগ মোকাবেলার জন্য খোলা হয়েছে কন্ট্রলরুম।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকব রজানান, ঘুর্নি ঝড় ফনীর দূর্যোগ মোকাবেলার্থে আমরা অতি সচেতন। প্রশাসন সব ধরনের দূর্যোগ মোকাবেলারজন্য প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতাল, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্সসহ প্রশাসনের সর্ব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সজাগ থাকতে বলা হয়েছে।

(ডিসি/এসপি/মে ০৩, ২০১৯)