নওগাঁ প্রতিনিধি : ঘূর্ণীঝড় ফনীর প্রভাবে নওগাঁ অঞ্চলে শুক্রবার দুপুর থেকে শনিবার দিনভর প্রবল বৃষ্টি হয়েছে। মানুষজন ঘরবন্দী হয়ে পড়ে। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শক্তিশালী ফনীর আগমনকে ঘিরে জেলাবাসী বেশ আতংকের ভিতর ছিল।

পাশাপাশি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সতর্ক বার্তায় মানুষজন আগে থেকেই নিরাপদ স্থানে অবস্থান করছিল। যদিও সকলে নিজ নিজ বাড়িতেই অবস্থান করছিল, তবে প্রস্তুতি ছিল অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার। প্রশাসনের সতর্কবার্তা জেলাবাসীকে সজাগ করে দেয়। এখানে ফনীর কোন শক্তিশালী আঘাত না থাকলেও লাগাতার বৃষ্টিতে উঠতি বোরো ধান কাটা-মাড়াই কাজের চরম ব্যাঘাত ঘটে।জেলার অনেক কৃষক শুক্রবার-শনিবার দুইদিন বৃষ্টির কারনে ঘরের বাইরে যেতে পারেননি।

ফলে তারা ক্ষেতে ধানও কাটতে পারেননি। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ক্ষেতের পাকা বোরো ধান পড়ে গেছে। অনেক জমিতে পানি জমেছে। যা ধান কাটা-মাড়াই কাজে বিঘ্ন সৃষ্টি করছে। ২/১দিনের মধ্যে রোদ না হলে মাঠে বোরো ধানের বেশ ক্ষতি হবে বলে কৃষকরা বলছেন।

(বিএম/এসপি/মে ০৪, ২০১৯)