অমল তালুকদার, (পাথরঘাটা) বরগুনা : ঘুর্ণিঝড় ফণীর আঘাতে বরগুনার পাথরঘাটায়  বসতঘরের নিচে চাপাপরে দাদী নূরজাহান (৬০) ও তার নাতি জাহিদুল( ৮) ঘটনাস্থলেই মারা গেছে বলে জানা গেছে।

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মধ্য চরদুয়ানী বাঁধঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শাহিন মিয়া জানান,ওই গ্রামের বারেকের ছেলে ইব্রাহিম পরিবারের সদস্যদের নিয়ে রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। ফনির প্রচন্ড তান্ডবে তাদের ঘড় বিধ্বস্ত হলে ওই ঘরের নিচে চাপা পরে তার বৃদ্ধা মা নূরজাহান ও শিশুপুত্র জাহিদুল।

সিপিপি সদস্য শহিদুল জানান,আমরা বার বার মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যেতে বলার পরেও তারা অবজ্ঞা করে মৃত্যুকেই বরন করেছে।

দূর্যোগকালিন দায়িত্বে নিয়জিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান,আমরা বিষয়টি জেনেছি এব্যাপারে সরকারের পক্ষথেকে যতটুকু সহযোগিতা করার তা অবশ্যই করবো।

এদিকে ঝড়ের আঘাতে রবিষশ্য,বিশাল বড় গাছ ভেঙ্গে এবং উপরে ব্যপক ক্ষতির প্রাথমিক খবর চারদিক থেকে আসতে শুরু করেছে।

(এটি/এসপি/মে ০৪, ২০১৯)