নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) সকালে উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

সহবতপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম।

এসময় তিনি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা শিশুর স্বাভাবিক বিকাশে ভূমিকা রাখে। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া, নাগরপুর থানারওসি (তদন্ত) গোলাম মোস্তফা প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্নস্তরের ব্যক্তিবর্গএসময় উপস্থিত ছিলেন।


(আরএসআর/এসপি/মে ০৫, ২০১৯)