ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিপি) কার্যক্রমের আওতায় ঈশ্বরদীতে দেশের উন্নয়ন, অগ্রগতি, অর্জন ও সাফল্য বিষয়ক প্রেস ব্রিফিং, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় রবিবার বিকেলে পরিষদের কনফারেন্স রূমে ইউএনও আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এই প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। এসময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, অধ্যক্ষ আইনুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উজ্জল হোসেন, সাংবাদিক টি এ পান্না।

এসময় সরকারের এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে দৃশ্যমান দশটি উন্নয়ন কর্মসূচি একটি বাড়ি একটি খামার প্রকল্প, ছিন্নমূল মানুষের আশ্রয় প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোকপাত করা হয়।

(এসকেকে/এসপি/মে ০৫, ২০১৯)