বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঘাগড়ামারী খাল থেকে শনিবার সকালে মংলা কোস্টগার্ড সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু আবু বকর বাহিনীর দু’সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।

আটককৃতরা হলো, বনদস্যু আবু বকর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আ. জলিল (২৮) ও এবাদুর হোসেন (৩০)। এদের কাছ থেকে একটি দেশি তৈরী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আলাউদ্দিন নয়ন এখবর নিশ্চিত করেছেন।

মংলা কোস্টগার্ড জানান, শনিবার সকালে বনদস্যু আটকে বিশেষ অভিযান চলাকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঘাগড়ামারী খালে কোস্টগার্ড সদস্যরা আটককৃতদের চ্যলেঞ্জ করলে তারা পালাবার চেষ্টা করে । এসময় কোস্টগার্ড সদস্যরা বনদস্যু আবু বকর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আ. জলিল (২৮) ও বনদস্যু এবাদুর হোসেনকে (৩০) আটক করে। তাদের কাছ থেকে একটি দেশি তৈরী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক বনদস্যুদের মংলা থানায় হস্থান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

(একে/জেএ/জুলাই ২৬, ২০১৪)