পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জে পদ্মা নদী থেকে প্রশাসনের সামনেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন । বালু উত্তোলনের ফলে নদীভাঙ্গনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে নদীপাড়ের হাজারো পরিবার এবং নদী গর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলী জমি এছাড়া হুমকীর মুখে পড়েছে নাজিরগঞ্জ নদী বন্দর, স্কুল, কলেজ,বাজার, ব্যাংকসহ শতাধিক প্রতিষ্ঠান ।

পাবনা জেলা প্রশাসক ক্যামেরার সামনে কথা না বলরেও তিনি জানা পাবনা জেলা প্রশাসক পাবনার কোন নদী থেকেই বালু উত্তোলনের অনুমতি দেয় নাই।

সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, সাতবাড়ীয়া এলাকার পদ্মা নদী হতে নিয়মিতভাবে একশ্রেনীর অবৈধ বালু ব্যবসায়ীরা এ বালু উত্তোলণ করছে বলে জানায় এলাকাবাসী।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান যেখানে যেখানে বালু উত্তোলন করা হয় খবর পেলে আমরা সেখানে অভিযানে যাই। এবং ইতিমধ্যে কয়েকবার মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছে । বালু উত্তোলনকারীরা অনেক সময় আমাদের আসার খবর শুনে পালিয়ে যায় ।

এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র ।

এ বিষয়ে জানতে চাইলে সুজানগর সার্কেল সিনিয়র পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান বালু উত্তোলণ বিষয়ে তার কাছে কোন তথ্য নাই ।

এলাকাবাসী অবিলম্বে বালু উত্তোলণ বন্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছে ।

(পিএস/এসপি/মে ০৭, ২০১৯)