বাগেরহাট প্রতিনিধি : মোংলা পশুর নদীতে নৌযান চলাচল বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের কারনে ভাঙ্গন বাড়ছে। মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। অপরিকল্পিত শিল্পায়নের ফলে পানি, মাটি এবং বাতাস সব পর্যায়ে নিয়ন্ত্রণহীন ভাবে দূষণ হচ্ছে। ভাঙ্গন এবং দূষণ রোধে সরকারি পর্যায়ে বাস্তব উদ্যোগ গ্রহণ করে সুন্দরবনের প্রাণ পশুর নদীকে বাঁচাতে হবে।

বুধবার বিকালে হোটেল পশুরের কনফারেন্স রুমে পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল এ কথা বলেন।

পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গীতা হালদার, আব্দুর রশিদ, মাহারুফ বিল্লা, প্রতাপ মন্ডল, রাকেশ সানা প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা পশুর নদীর দূষণ এবং ভাঙ্গনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। মতবিনিময় সভায় পশুর রিভার ওয়াটারকিপার স্বেচ্ছাসেবকবৃন্দ, সুন্দরবনের মৎস্যজীবি, বনজীবি, ব্ওয়ালী, মৌয়ালীসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/মে ০৮, ২০১৯)