মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট সাবিকুন্নাহার রূপাকে বিষপানে আতœহত্যায় প্ররোচনার দায়ে তার স্বামীর বিচারের দাবিতে জেলা আইনজীবী সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা জানান, মাগুরা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট সাবিকুন্নাহার রূপার নির্যাতনকারী ও আত্মহত্যার প্ররোচনাকারী লম্বট স্বামী তমাল মাহমুদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

প্রসঙ্গত, মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার আব্দুর রহমান মুন্সীর ছেলে তমাল মাহমুদের সাথে ১২ বছর আগে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার নবীর হোসেন মোল্যার মেয়ে রূপার বিয়ে হয়। সম্প্রতি রূপার স্বামী তমাল গোপনে বাড়ির গৃহকর্মীকে বিয়ে করে। বিষয়টি জানতে পারে রূপার পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এ নিয়ে রূপার স্বামী শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে। এরই এক পর্যায়ে গত ৬ মে সোমবার সকালে বিষপান করে রূপা। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

(ডিসি/এসপি/মে ০৯, ২০১৯)