শরীয়তপুর প্রতিনিধি : সড়কে চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শরীয়তপুরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজী নিয়ে অনুসন্ধ্যনমূলক সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপার তদন্ত কমিটি গঠন করেন। এরপর অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত করেছেন।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন, শরীয়তপুর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) গোলাম মোস্তফা, সহকারি টিএসআই আব্দুল কুদ্দুস ও কনস্টেবল সুব্রত।

জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের মনোহর বাজার মোড় থেকে নরসিংহপুর পর্যন্ত অন্তত ৫টি পয়েন্ট সহ জেলার বিভিন্ন রুটে দীর্ঘদিন যাবৎ গাড়ি থামিয়ে পুলিশ সদস্যরা চাঁদা আদায় করে আসছিল।

অভিযোগের বিষয়টি তদন্ত করে পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (ট্রাফিক ইন্সপেক্টর) বজলুর রহমান।

তিনি জানান, ট্রাফিক পুলিশের চাঁদাবাজির বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারি পুলিশ সুপার ও একজন ইন্সপেক্টর (ডিআওি-১) এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির তদন্তে অভিযোগের বিষয়টি নিশ্চিত হলে বৃহস্পতিবার উল্লেখিত পুলিশ সদস্যদের বরখাস্ত করেন পুলিশ সুপার।

(কেএনআই/এসপি/মে ১০, ২০১৯)