রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কুশখালি সীমান্তে বিএসএফ এর নির্যাতনে কবিরুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। নিহত যুবক সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের আজিজ সরদারের ছেলে।

নিহতের চাচাতো ভাই জুলফিকার আলী জানান, কবিরুল ইসলামসহ কয়েকজন শুক্রবার রাত ৯টার দিকে কুশখালী সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করছিল ভারত থেকে চা পাতা ও শ্যাম্পু নিয়ে আসার জন্য।

এসময় কুশখালির বিপরিতে ভারতের দুবলিয়া বিএসএস ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সমর্থ হলেও কবিরুলকে আটক করে শারিরিকভাবে নির্যাতন করে। এরপর অজ্ঞান হয়ে পড়লে তাকে পেট্রোল খাইয়ে দেয়া হয়। তাকে রাত ১১টার দিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান কবিরুল চা পাতা আনতে ভারতে গিয়েছিল। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে মুখে পেট্রল ঢেলে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তাফিজুর রহমান বলেন তার দেহে নির্যাতনের চিহ্ণ পাওয়া গেছে। মুখে পেট্রল ঢেলে দেওয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি জানান কবিরুলের লাশের ময়না তদন্ত করা হবে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, বিষয়টি নিয়ে বিএসএফ দুবলিয়া ক্যাম্পের কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তারা নির্যাতনের বিষয়ে অস্বীকার করেছেন। তবে আভ্যন্তরীন বিরোধের জের ধরে অথবা বিএসএফ এর নির্যাতনে মারা গেছে সেটা এই মুহুর্তে বলা সম্ভব নয়।

(আরকে/এসপি/মে ১১, ২০১৯)