বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মানব পাচার প্রতিরোধ ও সুরক্ষায় জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বাগেরহাট জেলায় শিশুসহ মানব পাচার প্রতিরোধ ও সুরক্ষা নিয়ে কাজ করা বেসরকারী সংগঠন উদয়ন আয়োজনে শনিবার দুপুরে মতবিনিময় সভার আয়োজন করে।

বাগেরহাট জেলা মানব পাচার প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভাপতি ইসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার। বক্তব্য রাখেন, উন্নয়ন ব্যক্তিত্ব মো. শহীদুল ইসলাম, সাংবাদিক নীহার রঞ্জন সাহা, শেখ আহসানুল করিম, উদয়নের নির্বাহী পরিচালক শেখ আসাদ, মো. আজাদুল হক, আলী আকবর টুচুল নকীব সিরাজুল হক, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

মতবিনিময় সভার মুলপ্রবন্ধ ও প্রকল্প কর্মসুচী ব্যাখা করেন ইনসিডিন এর প্রতিনিধি মো. রফিকুল আলম।

বক্তারা, শিশুসহ মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন।

(এসএকে/এসপি/মে ১১, ২০১৯)