নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে পরিযায়ী পাখি রক্ষা ও জনসচেনতা বৃদ্ধির লক্ষে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহযোগীতায় দিবস টি পালিত হয়েছে।

শনিবার সকালে উক্ত মানববন্ধন ও পথসভায় উপস্থিত ছিলেন, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান, বকুল হোসেন, আল মামুন, শরিফুল ইসলাম, সুমাইয়া আক্তার (তুলি), আঃ সালাম, মাজারুল ইসলাম, ফিরোজ কবির প্রমুখ।

বক্তারা বিলটি খননের জন্য খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তার বক্তব্যে বিলটির এক অংশে পাখি সংরক্ষণের লক্ষ্যে জলজ সংরক্ষিত অঞ্চল ও স্থলজ সংরক্ষিত বন অঞ্চল গড়ে তোলার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীকে বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বক্ষনিক সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। পরিশেষে বিলটিকে একটি আদর্শ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন সমৃদ্ধ বিল হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

(বিএম/এসপি/মে ১১, ২০১৯)