নওগাঁ প্রতিনিধি : নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ভোক্তাদের স্বার্থে সরকারি সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রন ও খশাদ্যে ভেজাল প্রতিরোধে তিনি নিজেই মাঠে নেমেছেন।

শুক্রবার ও শনিবার তিনি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা শহরের ইফতারী দোকানগুলিতে অভিযান চালান। এসময় শহরের মাংসহাটি মোড়ের চারটি ইফতারী দোকানে নানা অনিয়মের অভিযোগে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা দেন বিভিন্ন দোকানীদের। তিনি দোকানীদের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বনের হুঁশিয়ারিসহ জনসচেতনতায় নানা পরামর্শও প্রদান করেন। তিনি চলতি রমজানের পুরোমাস জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটদের সবসময় তৎপর থাকার জন্য নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা মার্কেটিং কর্মকর্তাকে বাজার মনিটরিং অব্যাহত রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।

(বিএম/এসপি/মে ১১, ২০১৯)