ধামরাই (ঢাকা প্রতিনিধি : ধামরাইয়ে পঞ্চম বিশ্ব নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই এর কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির শেষ দিন আজ রবিবার সকাল এগারটায় নিরাপদ সড়ক চাই ধমরাই উপজেলা শাখার উদ্যোগে এক র‌্যালী বের করে। র‌্যালী শেষে ধামরাই পৌর বাজারের প্রধান সড়কের পাশে বড় জামে মসজিদের কাছে এক মানব বন্ধন কর্মসুচি আয়োজন করে।

ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়ার নের্তৃত্বে সংঘঠনের নের্তৃবৃন্দের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন।

নাহিম মিয়া বলেন শেষ দিনে র‌্যালী ও মানব বন্ধন করা হলো। এতে করে চালক ও জন সাধারন সকলেই সচেতন হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন নিজ নিজ অবস্থান থেকে নিজের নিরাপত্তায় নিজেকে আরো সচেতন করতে সকলের প্রতি আহ্বান জানান।

(ডিসিপি/এসপি/মে ১২, ২০১৯)