নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলার পলেস্তারা ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও রোগী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আব্দুল্লাহ মামুন জানান, ‘সকাল ১০ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় রোগীদের অবস্থা দেখার জন্য যাই। এ সময় পুরুষ ওয়ার্ডের ভর্তি হওয়া রোগী মোঃ জাকির মোল্যার খোঁজ-খবর নেওয়ার সময় অকসাৎ ২য় তলা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। এ সময় রোগী জাকির ও আমি অল্পের জন্য রক্ষা পাই’।

উল্লেখ্য, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৮ সালে নির্মিত। নির্মাণের পর দীর্ঘদিনেও ভবনটি মেরামত বা সংস্কার করা হয় নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ বারংবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলেও সমস্যার কোন সমাধান হয় নি।

(আরএম/এসপি/মে ১৩, ২০১৯)