কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া বাজারে আজ মেবাইল কোট পরিচালনা করা হয়। দুপুরে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্যাট এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাপাসিয়া সদর বাজারের এস এম পোল্টি ও মেডিসিন এর দোকান ও এ এইচ পোল্টি ফিডের দোকানে অভিযান চালায় সেখানে নিষিদ্ধ ঘোষিত ঔষধ পাওয়া যায়। ওই সময় ২ দোকানীর কাছ থেকে ৮ হাজার টাকা জড়িমান আদায় করা হয়।

পরে বাজারে ব্যবসায়ী আক্তার হোসেন ও মুদির দোকানে অভিযান চালায় সেখানেও খাওয়ার অযঘ্য দ্রব্য সামগ্রী পাওযা যায় পরে তাকে দশ হাজার টাকা জড়িমান করা হয়। পরে মোবাইল কোট গরুর খাদ্যের দোকানে ভেজাল খাদ্য বিক্রি অভিযোগে নজরুর ইসলামের দোকানে যায় সেখানে গরুর খাদ্য হিসাবে তুলা বিক্রির দায়ে তাকে ১০০০ হাজার টাকা জড়িমানা ধ্যর্য করে আদালত। পরে উক্ত ব্যক্তিরা নগদ টাকা দিতে না পারলে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

(এসকেডি/এসপি/মে ১৩, ২০১৯)