মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় আঃ রহিম আবু (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত  কৃষক আঃ রহিম  আবু মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসপুর গ্রামের মৃত মশার বাপের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আঃ রহিম আবু রোববার রাতে হাসনপুর কাচারী মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ির সামনের মদন-ফতেপুর সড়কে ঘুরাফেরা করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হলে সজ্ঞা হারিয়ে ফেলেন। লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মদন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিয়াদ তাকে মৃত ঘোষনা করে। সুচতুর বেপরোয়া মোটরসাইকেল চালক হাসনপুর গ্রামের কুতুব আলীর ছেলে লাখ মিয়া (২০) সু-পরিকল্পিত ভাবে ঘটনাটিকে চাপা দিয়ে গাঁ ডাকা দেয়। তবে রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেলটি আব্দুল হামিদ মেম্বারের ছিল।

এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। সোমবার সকালে আঃ রহিম আবুর লাশ হাসনপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়। তবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে।

(এএমএ/এসপি/মে ১৩, ২০১৯)