অমল তালুকদার : আজ সোমবার প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্থ এলাকা বরগুনার পাথরঘাটার চরদুয়ানী পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ফণীর তান্ডবে চরদুয়ানীর বাঁধঘাটায় নুরজাহান ও তাঁর নাতী জাহিদুল ঘড়চাপায় নিহত হন।
এসময়।তাঁদের পরিবারের খোঁজখবর নেন নেতৃবৃন্দ।

দুপুর ১টার দিকে চরদুয়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে বাঁধঘাটায় সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। তার সফরসঙ্গী হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সহ সভাপতি সেলিমা রহমান,বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার,সাংগঠনিক সম্পাদক বিলকিচ জাহান শিরিন ,সহ সসাংগঠনিক সসম্পাদক মাহবুবুল হক নান্নু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন আলমগীর হোসেন সভাপতি চরদুয়ানী ইউনিয়ন বিএনপি।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থদের জন্য কারারুদ্ধ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার পক্ষথেকে ত্রাণসামগ্রী স্থানীয় বিএনপির কাছে হস্তান্তর করা হয় বলেও জানাগেছে।

পরে বিএনপির পক্ষথেকে ফ্রিচিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

(ওএস/এসপি/মে ১৩, ২০১৯)