নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এ কর্মশালার উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশান ইউনিটের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে কী নোট উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল করিম, কীর্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতোয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ৮টি গ্রুপে ভাগ হয়ে এসডিজির উন্নয়নে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। কর্মশালায় সরকারী বে-সরকারী কর্মকর্তা, ছাত্র, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ক্ষুদ্র নৃগোষ্টির প্রায় অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/মে ১৩, ২০১৯)