নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলায় লাগামহীন বৈদ্যুতিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পবিত্র মাহে রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিসহ উপজেলার সর্বস্তরের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে রোজাদার ব্যক্তিদের পাশা-পাশি শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম সমস্যায়। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক সামগ্রী লাইট, ফ্যান, ভ্যান গাড়ীর চার্জার, টিভি ও ফ্রিজ অহরহ নষ্ট হয়ে যাচ্ছে। অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উঠেছে উপজেলাবাসী। এই প্রচন্ড তাপদাহ গরমের দিনে সারাদিন রোজা রাখার পর তারাবির নামাজের সময় বা রাতে বিদ্যুৎ না থাকায় চরম কষ্ট পোহাতে হচ্ছে উপজেলাবাসীর।

পাশাপাশি শিশু ও বৃদ্ধ ব্যক্তিরা পড়েছেন চরম সমস্যায়। দিনে রাতে কত বার যে লোডশেডিং হয় তা হয়ত বিদ্যুৎ কর্তৃপক্ষও জানেন না। ঠিক এমনই অভিযোগ এলাকার সচেতন মহলের। পবিত্র রমজান মাসে রোজা সুষ্ঠভাবে পালন করার জন্য একটু হলেও বিদ্যুৎ সরবরাহের উন্নতি ঘটানোর জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

(বিএম/এসপি/মে ১৩, ২০১৯)