ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বোরো মৌসুমে চাল সংগ্রহে কোন রকম অসাধুতা, ঘুষ বা দুর্নীতিকে বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুষ-দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন।  আমার নির্বাচনী এলাকায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকালে ঈশ্বরদীর দুটি সরকারি খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী আরো বলেন, সরকার দেশব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বোরো চাউল সংগ্রহ করছে। মন্ত্রী সংশ্লিষ্টদেরে মজুত পর্যাপ্ত রাখা, যোগানের সহজলভ্যতা, ও ক্রয় ক্ষমতার আওতাভুক্ত রাখার বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ হোসেন ভূঁইয়া। এসময় থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী ঈশ্বরদীর এসএমও আসাদুজ্জামান, মুলাডুলির ম্যানেজার ওমর ফারুক, চাউল কল মালিক সাধারণ সম্পাদক জুলমত হায়দার, মিল মালিক রতন মহলদার, আব্দুল হান্নান মালিথা, এমদাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

চলতি বোরো মওসুমে সরকার ঈশ্বরদীর দুটি গুদামে ১৭ হাজার ৭৯৬ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করবে ।

(এসকেকে/এসপি/মে ১৩, ২০১৯)