স্পোর্টস ডেস্ক, ঢাকা : হাশিম আমলা কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া দক্ষিন আফ্রিকাকে একাই টেনে তুলছে। কলম্বো টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন আমলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২৭২ রান। হাশিম আমলা অপরাজিত আছেন ১৩২ রানে। ১২ রানে অপরাজিত থেকে আমলাকে সঙ্গ দিচ্ছেন ইমরান তাহির।

আগের দিনের ৩ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন আমলা ও ডি ভিলিয়ার্স। দলীয় ১৫০ রানে ভাঙ্গে এ জুটি। ৩৭ রান করে পেরেরার বলে এলবিডব্লু হন তিনি। ডি কক ‍উইকেটে এসেই ০ রানে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। ডি কককেও ফেরান পেরেরা। এরপর হেরাথের স্পিনে ফেরেন ডুমিনি (৩)। এরপর দলীয় ২০৪ রানে পেরেরার চতুর্থ শিকার হন ফিল্যান্ডার (১০)। তবে অষ্টম উইকেটে সফরকারীরা কিছুটা প্রতিরোধ গড়েন। এ জুটি (স্টেইনর-আমলা) থেকে আসে ৪৭ রান। স্টেইন ৩০ রান করে হেরাথের দ্বিতীয় শিকারে পরিনত হন।

দক্ষিন আফ্রিকা এখনও স্বাগতিকদের চেয়ে ১৪৯ রানে পিছিয়ে আছে। বিদায়ী টেস্ট খেলতে নামা জয়বর্ধনের হার না মানা ১৬৫ রানের ইনিংসে ভর করে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকা ৪২১ রান করে।

গলে প্রথম টেস্ট ম্যাচটি বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।

(ওএস/পি/জুলাই ২৬, ২০১৪)