সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্থ ৫৪টি পরিবার পেল ইছা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী। আল-ইমদাদ ফাউন্ডেশনের সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ ৫৪টি পরিবারের হাতে মঙ্গলবার দুপুরে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কেন্দুয়া শাখা ব্যাবস্থাপক মোঃ মাজহারুল আলম। এসময় উপস্থিত ছিলেন আল-ইমদাদ ফাউন্ডেশনের পক্ষে শেখ জামিল হোসাইন, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, আশুজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

কৃষি ব্যাংক ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম জানানা, ইছা ফাউন্ডেশন এ বছর মোজাফরপুর আশ্রয়ন প্রকল্প, গগডা, ব্রাহ্মনজাত, কান্দিউড়া, ওয়াশেরপুর ও আশুজিয়া ইউনিয়ন সহ ৬টি স্থানে ১ হাজার ১ শ ৫৪টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, মুসুর ডাল, সোয়াবিন তেল, ছোলা, চিনি, গুড়া দুধ, আটা, চিড়া, লবন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এছাড়া ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ৫ জনকে ৩০ কেজি করে চাল দেয়া হয়। ক্ষতিগ্রস্থরা এসব খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশী।

(এসবি/এসপি/মে ১৪, ২০১৯)