গাইবান্ধা প্রতিনিধি : ১৪ মে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বাবু সুপার মার্কেটের বিভিন্ন দোকানে নাম না জানা এক পাগলী মা তার ফুটফুটে মেয়ে সন্তানকে নিয়ে ভিক্ষা করছিলো। ওই পাগলী ছবি তোলার সময় কেনো জানি বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছিলো।

বাচ্চা কার জানতে চাইলে, তার কথা অস্পষ্ট হলে ইশারায় কঠিন মনোবল ও দৃঢ়চিত্তে বলে দিচ্ছে, বাচ্চা আমার। অর্থাৎ তার এ বাচ্চা যেনো সাত রাজার ধন, বাচ্চাকে সে হাতছাড়া করতে বা চোখের আড়াল হতে দেয় না, তা যতো কষ্টই হোক না কেন। বাচ্চার বাবা কে,পাগলী জানলেও হয়তো আজ মনে করতে পারবে না। পাগলী মা হলেও বাবা হয়নি কেহ।

পাগলীর বাড়ি কোথায়, ঠিকানাই বা কি, তাও জানা সম্ভব হলো না। তবে ছোট্ট ফুটফুটে মেয়েটি তার, তা ইশারায় স্পস্ট জানিয়ে দেয়। শিশুটিকে আদরের জন্য নিতে চাইলেও পাগলীর কোল থেকে নেয়া সম্ভব নয়।

পাগলী হলেও সেও তো মা, তার মনেও মায়ের ভালোবাসার কোনো কমতি নেই, তা স্পষ্ট। এভাবে সে কতোদিন এ সন্তানকে বয়ে বেড়াতে পারবে.?

(এস/এসপি/মে ১৪, ২০১৯)