মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে সোহেল হাওলাদার (৩২) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে মাদারীপুুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সোহেল হত্যাকান্ডের সাথে জড়িত বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ অন্য আসামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়েও যান এলাকাবাসী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজৈর উপজেলার বাজিতপুরের পোল্ট্রি ব্যবসায়ী সোহেল হাওলাদারকে পূর্ব শত্রুতার জের ধরে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় শনিবার রাতে নিহতের বড় ভাই বাবু হাওলাদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ ১০ জনকে আসামী করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ তার সহযোগিরা পলাতক রয়েছে।

(এ/এসপি/মে ১৪, ২০১৯)