চাটমোহর পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত খাদ্যদ্রব্য বিক্রয়ের লক্ষে মঙ্গলবার দুপুর ১২ টায় ভ্রাম্যমান আদালত পরিচলানা করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুস ছালাম ।

জানা গেছে, চাটমোহর পৌর সদরের স্টার মোড় এলাকার মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখার অভিযোগে স্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টে ১৫ হাজার টাকা, সাদ হোটেল রেষ্টুরেন্টে একই অভিযোগে ১৫ হাজার টাকা এবং থানা মোড় এলাকার প্রদীপ স্টোরকে বিদেশি পন্যোর গায়ে কোন মূল্য নির্ধারন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চাটমোহর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আসলাম হোসেন, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

(এস/এসপি/মে ১৪, ২০১৯)