আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা আদায়। ‘তীর’ সয়াবিন তেল বিনষ্ট। 

রমজান উপলক্ষে মান সম্মত ও বিশুদ্ধ খাদ্যদ্রব্য নিশ্চিত করতে মঙ্গলবার সকালে উপজেলা সদরে আর্মড ব্যাটেলিয়ান পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ সোয়াইব মিয়া। অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সদস্য মো. লুৎফুল হোসেন খান উপস্থিত ছিলেন।

অভিযানে সদর বাজারে উৎপাদন ও মেয়াদের তারিখ বিহীন খোলা খাদ্য বিক্রির অভিযোগে জাকির স্টোরকে দুই হাজার টাকা, বিধান স্টোরকে দেড় হাজার টাকা, আরাফাত রাইস ভান্ডারকে দুই হাজার টাকা, সজল স্টোরকে দুই হাজার টাকা, কৌশিক স্টোরকে এক হাজার টাকা, লামিয়া মুদি স্টোরকে এক হাজার টাকা জরিমানা করে। এসময় মেয়াদের তারিখ লেখা না থাকায় আরাফাত রাইস ভান্ডার থেকে ‘তীর’ সয়াবিন তেলের জার জব্দ করে তা বিনষ্ট করা হয়।

দুপুরে নৌ বন্দর খ্যাত পয়সা বন্দরে অভিযান চালায ভোক্তা অধিদপ্তর। সেখানে পরিমল মুদি ঘরকে দুই হাজার টাকা, তারা মা ভান্ডারকে পাঁচ হাজার টাকা, মধু ট্রেডার্সকে দুই হাজার টাকা, তপন ষ্টোরকে তিন হাজার টাকা ও আবু বকর স্টোরকে এক হাজার টাকাসহ ১১টি ব্যবসা প্রতিষ্টানে মোট ২২হাজার ৫শ টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করেন তারা।

(টিবি/এসপি/মে ১৪, ২০১৯)