জামালপুর প্রতিনিধি : বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ না করাসহ ৭ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের ফিশারী মোড় খেজুরতলা এলাকায় ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি’র বাসভবনের সামনে সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক নেতা কফিল উদ্দিন,আবু বক্কর, বিজয় কুমার, শরাফত আলী, নারী নেত্রী বানেছা বেগম ও মনিরা বেগম।

মনববন্ধনে বক্তারা বিদেশী সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ির উপর আরোপিত সকল ট্যাক্স প্রত্যাহার করা, বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

মানববন্ধন শেষে বিড়ি শ্রমিক ফেডারেশন শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খেজুরতলা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বিড়ি ভোক্তা পক্ষের সদস্যসহ বিড়ি শ্রমিক ও বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ অংশ নেন।

(আরআর/এসপি/মে ১৫, ২০১৯)